November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

ভবিষ্যত নষ্ট করতে যত নষ্টের গোড়া এই ফন্ট  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

কের পর এক সিভি পাঠিয়ে ক্লান্ত, তবু চাকরির দেখা নেই? কখনও ভেবে দেখেছেন এর কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন, আসল-গলদ লুকিয়ে রয়েছে সিভির ফন্টে। যত নষ্টের গোড়া এই ফন্ট।

ভাবছেন বাজে কথা? চিরকালে সিরিয়াস লেখা লিখতে যে হরফ ব্যবহার করে এসেছেন সেই কি না চরম বিশ্বাসঘাতক! আজ্ঞে হ্যাঁ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিভিতে টাইমস নিউ রোমান ফন্ট ব্যবহার করলে ফল হয় উল্টো।

সম্প্রতি এক সাক্ষাত্‍কারে ডিজাইনার ব্রায়ান হফ জানিয়েছেন, ইন্টারভিউয়ে জিন্স পরে হাজির হওয়ার মতোই বায়োডেটায় এই হরফ ব্যবহার করা অমার্জনীয় ভুল। তাঁর বক্তব্য, এর থেকে বোঝা যায়, সিভি লেখার সময় ফন্ট বাছতে গিয়ে বিন্দুমাত্র চিন্তা-ভাবনা করা হয়নি।

বোঝা গেল। তাহলে সিভি লিখতে বসে কোন ফন্ট ব্যবহার করা নিরাপদ? হফ জানিয়েছেন, হেলভেটিকা ফন্ট এই ব্যাপারে অব্যর্থ। তিনি আরো জানান, হেলভেটিকা নিয়ে কোনও ঝামেলা নেই। এই ফন্ট কোনও দিকে বেঁকেচুরে নেই। বেশ পেশাদার, হাল্কা মেজাজের সচ্চরিত্র হরফ। তাই নিরাপদ।

‘নিরাপদ’ শুনে যাঁরা মুখ বেঁকাচ্ছেন তাঁদের বলি, হেলভেটিকার সৌন্দর্যে মজেছেন বিশ্বখ্যাত বেশ কয়েকজন ডিজাইনার। উচ্ছ্বসিত ‘কলিন্‍‌‌স কনসালটেন্সি’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর ম্যাট লাকহার্স্ট যেমন বলেছেন, একমাত্র হেলভেটিকা!

তবে শুধু টাইমস নিউ রোমান-কে ফাঁসিকাঠে ঝোলানো উচিত হবে না। অপরাধীর তালিকায় আরও অনেকেই রয়েছে। এদেরই একজন কমিক স্যান্স ফন্ট। বিশেষজ্ঞদের টোটকা, ১২ বছরের নীচে বয়স হলে তবেই এই হরফ ব্যবহার করার অধিকার বজায় থাকে।

মোট কথা, পরের বার সিভি পাঠানোর আগে হরফ নিয়ে একটু মাথা ঘামালে অবশেষে আপনারই মঙ্গল।

Related Posts

Leave a Reply