বিচ্ছেদের ৫০ বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই প্রাক্তন দম্পতি

নিউজ ডেস্কঃ
বিচ্ছেদের ৫০ বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসছেন আমেরিকান নাগরিক হ্যারল্ড হল্যান্ড ও লিলিয়ান বারনেস। আগামী ১৪ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।
১৯৫৫ সালে দু’জনার চারটি হাত বেঁধেছিলেন এক সুতোয়। তবে কোন এক ঝড়ে সেই সুতো গিয়েছিল ছিঁড়ে। ১৯৬৭ সালে একে অপরকে ছেড়ে নতুন করে গাঁটছড়া বাঁধেন উভয়ই। তবে পরষ্পরের প্রতি ভালোবাসাটা রয়েছিল অমলিন। বিচ্ছেদের সময় তাদের ছিল পাঁচ সন্তান। হ্যারল্ড হল্যান্ড ও লিলিয়ান বারনেস যুক্তরাষ্ট্রের কেন্টাকির বাসিন্দা। আগাগোড়া নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন হ্যারল্ড ও লিলিয়ান। অন্য মানুষের সঙ্গে ঘর বেঁধেছিলেন তারা। দু’জনেরই দ্বিতীয় বিয়ে অনেক দিন টেকে। ২০১৫ সালে হ্যারল্ডের দ্বিতীয় স্ত্রী ও লিলিয়ানের দ্বিতীয় স্বামী মারা যান।
জানা যায়, গতবছর একটি পারিবারিক অনুষ্ঠানে এই প্রাক্তন দম্পতির দেখা হয়েছিল। পরস্পরকে দেখে দুজনেই অনুভব করেছিলেন যে, মনের টান এখনো অটুট আছে। সেই থেকে দুজনের মধ্যে ফের যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে আবারও বিয়ে করার সিদ্ধান্ত নেন ওই দম্পত্তি। ওই দম্পত্তির মধ্যে বরের বয়স এখন ৮৩ বছর। কনের ৭৮।