এখানে আজও চলে তাদের ফিসফিসানি
কলকাতা টাইমস :
অনেকেই শুনে থাকবেন নানা ভুতুড়ে বাড়ি সম্পর্কে। গা ছমছমে গল্প রয়েছে সেই বাড়িগুলি সম্পর্কে। বিশ্বের নানা দেশেই রয়েছে এমন নানান ভূতুড়ে বাড়ি। তেমনই একটি রয়েছে থাইল্যান্ডে। এটি বেশ পুরনো একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। এতে এমন কিছু ঘটনা ঘটেছে, যা বহু মানুষের আতংকের কারণ হয়েছে।
থাইল্যান্ডে সেই ১৮ তলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি প্রথমে যখন তৈরি হয় তখন বেশ জনপ্রিয়তা অর্জন করে। আর বহু মানুষই এটি ভাড়া নিয়ে থাকা শুরু করে। তাদের মাঝে ছিল বহু শিক্ষার্থীও।
এ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকতে শুরু করেন বিভিন্ন দেশ থেকে থাইল্যান্ডে পড়তে আসা স্টুডেন্ট। পরবর্তীতে সেখানে রহস্যজনক ঘটনা ঘটতে থাকে।
জানা যায়, এই অ্যাপার্টমেন্টে এ পর্যন্ত ৬টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। যারা আত্মহত্যা করেছেন তারা সবাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আশা শিক্ষার্থী। আশ্চর্যের বিষয় হলো ের তাদের সবাই একইভাবে অ্যাপার্টমেন্ট থেকে লাফ দিয়েআত্মহত্যা করেছেন। ফলে অ্যাপার্টমেন্টটি পরবর্তীতে বহু মানুষের আতংকের নাম হয়ে দাঁড়ায়।
সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কয়েকটা ফ্ল্যাট আছে যেগুলোর রুমে প্রায় ২৪ ঘণ্টাই ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পায় সেই ফ্ল্যাটে বসবাসকারী স্টুডেন্টরা। এরপর আতংকে অ্যাপার্টমেন্টটি ছাড়তে থাকে অধিকাংশ অধিবাসী। যদিও রহস্যজনক এ ঘটনাগুলোর কারণ কেউ জানতে পারেনি।