ইনিই এখন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী
কলকাতা টাইমসঃ
ট্রাইবাল জনগোষ্ঠীর মধ্যে থেকে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীকে বেছে নিয়ে অনন্য নজির গড়লেন নিউজিল্যান্ডের প্রধানবমন্ত্রী জেসিন্ডা অৰ্ডান। এই প্রথম ‘মাওরি’ সম্প্রদায়ের মধ্যে থেকে প্রথম কোনো মহিলাকে পররাষ্ট্রমন্ত্রীর মতন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে।
আজ সোমবার সেখানকার মাওরি সম্প্রদায়ের মহিলা নানাইয়া মাহুতাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ করে নিউজিল্যান্ড। উইন্সটন পিটার্স নামে এক ব্যক্তি এর আগে এই মাওরি সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে দেশের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন বলে জানা যাচ্ছে। চার বছর আগে নানাইয়া প্রথম নিউজিল্যান্ডের সংসদে নির্বাচিত হন।