একেই বোধহয় বলে বন্ধুত্ব
কলকাতা টাইমসঃ
একেই বোধহয় বলে বন্ধুত্ব। মুসলিম হয়েও মৃত্যুপথযাত্রী হিন্দু বন্ধুর সেবায় ত্রুটি রাখলেন না এই ব্যক্তি। শুধু তাই নয় বন্ধুর মৃত্যুর পর তার মৃতদেহ কাঁধে নিয়ে রামনাম করতে করতে শসানে গিয়ে হিন্দু মতে বন্ধুর সৎকারও করেন তিনি। সম্প্রদায়িকতার বাতাবরণের মাঝে এমনই অনন্য নজিরের সাক্ষী থাকলো আসানসোলের সীতারামপুরের বাসিন্দারা।
মুম্বাইয়ে কাজ করতে গিয়েছিলেন রাজস্থানের আজমেরের বাসিন্দা অকৃতদার সুরেন্দ্র আগরওয়াল। সেখানেই তার সঙ্গে বন্ধুত্ব হয় সীতারামপুরের শাহিদ খানের। এরপর মুম্বাইয়ের কাজ ছেড়ে সীতারামপুর চলে আসেন শাহিদ। তবে বন্ধুত্ব থেকে যায়। মুম্বাই ছেড়ে পুণেতে কাজ করার সময় ছুটিতে শাহিদের বাড়িতেও আসতেন সুরেন্দ্র। মাস সাতেক আগে শাহিদ খবর পান বন্ধু ক্যানসারে আক্রান্ত। তৎক্ষণাৎ তাকে নিজের কাছে নিয়ে আসেন শাহিদ। ডাক্তার জানায় সুরেন্দ্র ওরাল ক্যানসারে আক্রান্ত, বেশিদিন বাঁচবেন না। হাল ছাড়েননি বন্ধু। সুরেন্দ্রকে নিয়ে দুর্গাপুর, কলকাতা ও বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য নিয়ে যান। গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।