পাকিস্তানে এই প্রথম নির্বাচিত হলেন কোনো আফ্রিকান বংশোদ্ভূত সাংসদ
কলকাতা টাইমসঃ
পাকিস্তানে এই প্রথম আফ্রিকান বংশোদ্ভূত কোনো ব্যক্তি সেদেশের সাংসদ নির্বাচিত হয়েছেন। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে নির্বাচিত ওই সাংসদের নাম তানজিলা কামব্রানি (৩৯)। তার পূর্ব পুরুষরা পাকিস্তানে এসেছেন আফ্রিকার তানজানিয়া থেকে। উপকূলীয় অঞ্চল মাকরান ও সিন্ধুতে বসবাস করছে আফ্রিকান বংশোদ্ভূতরা। তানজিলা কামব্রানি বলেন, স্থানীয় মানুষের মধ্যে সংখ্যালঘু এই আফ্রিকানারা অস্পৃশ্য। আমরা আমাদের আফ্রিকান শিকর ও সাংস্কৃতিক চেতনা ধরে রাখতে সংগ্রাম করে যাচ্ছি।
মুঘল আমলে আফ্রিকানদের বেশ মর্যাদার চোখে দেখা হতো। কিন্তু ব্রিটিশ শাসনকালে তাদের ঘৃণার চোখে দেখা শুরু হয়। সেই ট্র্যাডিশন এখনো রয়ে গিয়েছে। পাকিস্তানে আফ্রিকানরা সিধি সম্প্রদায় হিসেবে পরিচিত। তানজিলা কামব্রানি বলেন, ‘আমি সেদিনের অপেক্ষায় আছি যেদিন সিধিদের মানুষ শ্রদ্ধা করবে, অবজ্ঞা নয়।’