November 22, 2024     Select Language
Editor Choice Bengali রোজনামচা

এই প্রথম ঈদের ছুটি ঘোষণা করা হলো নিউইয়র্কের স্কুলগুলিতে 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

নিউইয়র্কের সমস্ত স্কুল কলেজে এই প্রথম ঈদের ছুটি ঘোষণা করা হলো। এমনটাই জানিয়েছেন সেখানকার মেয়র। একই সঙ্গে তিনি জানিয়েছেন ইদ-উল-ফিতর ও ইদ-উল-জোহা -এই দিন দুটিতে মুসলিম ছাত্র-ছাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হয়। তারা বুঝতে পারে না ‘স্কুল না ধর্ম’ কোনটিকে গুরুত্ব দেবে। তবে আর কোনও সমস্যা নেই। এখন থেকে এই দিন দুটিতে সরকারি ছুটি ঘোষণা করা হলো।

আর এই ঘোষণার পরই মুসলিম নাগরিকরা আনন্দে মেতে ওঠেন। জানা গিয়েছে, চলতি বছর থেকেই এই ঈদের ছুটি কার্যকর হবে। নিউইয়র্কে পাবলিক স্কুলগুলিতে আগে থেকে ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসবে ছুটি ছিল। এখানে মুসলিম প্রবাসীর সংখ্যা দিন দিন বাড়ায় ঈদে স্কুল ছুটি রাখার দাবি জোরালো হয়ে ওঠে।

নিউইয়র্ক শহরে ১০ লাখেরও বেশি শিক্ষার্থী রয়েছে। ২০০৯ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে জানা যায়, নিউইয়র্কের পাবলিক স্কুলের ১০ শতাংশ শিক্ষার্থী মুসলিম ধর্মাবলম্বী। শহরের পাঁচটি অঞ্চলে বসবাসরত মোট ৮০ লাখ মানুষের মধ্যে ১০ লাখ মুসলিম। নিউইয়র্কের স্কুল চ্যান্সেলর ক্যারম্যান ফারিনা তাঁর তাৎক্ষণিক বক্তব্যে জানিয়েছেন, দুই ঈদে ছুটি ঘোষণার ফলে শিক্ষার্থীরা ধর্মীয় সহনশীলতা, ভিন্ন ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানার ও শেখার অবকাশ পাবে।

নিউইয়র্কে পাবলিক স্কুলে ঈদের ছুটি ঘোষণা করা হলেও ব্যক্তিমালিকানাধীন অর্থাৎ প্রাইভেট স্কুলগুলি তাদের নিজস্ব নিয়মে চলে। কোনও কোনও ব্যক্তিমালিকানাধীন স্কুল শহর কর্তৃপ‌ক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে থাকে। যদিও বেশির ভাগ মুসলিম প্রবাসী ছাত্র-ছাত্রীরা নিউইয়র্কের পাবলিক স্কুলের শিক্ষার্থী। নিউইয়র্কের আগে নিউজার্সি, ম্যাসাচুসেটস, ভারমন্ট সহ মুসলিম-অধ্যুষিত নগরগুলিতে ঈদ উপল‌ক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চালু করা হয়। সেই তালিকায় নিউ ইয়র্কও যুক্ত হল।

 

Related Posts

Leave a Reply