এই প্রথম কোনো বিদেশি পার্লামেন্টারি ইনস্টিটিউশনের সঙ্গে চুক্তিবদ্ধ হলো রাজ্যসভা!
কলকাতা টাইমসঃ
৬৬ বছরে এই প্রথম রাজ্যসভা কোনো বিদেশি পার্লামেন্টারি ইনস্টিটিউশনের সঙ্গে চুক্তিবদ্ধ হলো। যার নাম হলো ‘মোউ (এমওইউ) প্যাক্ট’। চলতি মাসের প্রথম দিকে রুয়ান্ডার সিনেটের সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়। মোউ এর মাধ্যমে মূলত ইন্টার-পার্লামেন্টারি ডায়ালগ অনুষ্ঠিত হয়।
তাছাড়া এক দেশের পার্লামেন্টের সদস্যদের অন্য দেশের পার্লামেন্টে ভিজিটে যাওয়ার ব্যবস্থা করে এই প্যাক্ট। এর আগে কেবল লোকসভাতেই এই ধরনের ফরেন পার্লামেন্টারি ইনস্টিটিউশন চুক্তিতে আবদ্ধ ছিল। এখন থেকে রাজ্যসভার সদস্যরাও এই সুযোগ পাবেন।