এই সেই ব্যক্তি, যার নির্দেশে লাদাখ সীমান্তে খুন করা হয় ভারতীয় সেনাদের

কলকাতা টাইমসঃ
গত ১৫ জুন ভারতের ২০ জন বীর সেনা চীনের সঙ্গে সংঘর্ষে নিহত হন। লোহার রডে কাঁটাতার এবং পেরেক পেঁচিয়ে ভারতীয় জওয়ানদের নৃশংস ভাবে খুন করে চীন সেনা। শুধু তাই নয় ১০ জন ভারতীয় সেনাকে অপহরণও করে তারা। দিন দুয়েক পরে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় লাল ফৌজ। এই ঘটনার পর থেকে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে দুই দেশের মধ্যে। এবার প্রকাশ্যে এলো এই ভয়াবহ হত্যার পেছনের মূল চক্রীর পরিচয়। তিনি চীনের মেজর জেনারেল সু কিলিয়াং। তার পরিকল্পনাতেই ঘটেছে এই হিংসাত্মক ঘটনা।
সূত্রের খবর, চীনের রাষ্ট্রপতি শি জিন পিন সেদেশের সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান। এর ঠিক পরেই রয়েছেন সু কিলিয়াং। অর্থাৎ পিপল লিবারেশন আর্মির দ্বিতীয় প্রধান এই ব্যক্তি। এখনও পর্যন্ত চীনা সেনার পাঁচ থিয়েটার কমান্ডের চারটিতেই প্রধানের দায়িত্ব সামলেছেন সু কিলিয়াং। তিনি। গত ৫ জুন চীনের পশ্চিমী থিয়েটার কমান্ডের প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। এর পরেই ঘটে গালোয়ানের সেই নৃশংস অগ্রাসন।