May 7, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular সফর

এটাই বিশ্বের প্রথম সোনায় মোড়া ‘সিক্স ষ্টার’ হোটেল !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত টয়লেটে সোনা দিয়ে তৈরী। একথা আমরা অনেকেই জানি। কিন্তু, সোনায় মুড়ে দেওয়া আস্ত একটি হোটেলের কথা শুনেছেন কখনো? যেখানে এক কাপ চা’ও মেলে সোনার কাপে! ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে তৈরি হয়েছে বিশ্বের একমাত্র সোনার এই হোটেল। ২০০৯ থেকে শুরু হয়েছে নির্মাণ কাজ যা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি বলেই খবর। হোটেলটি নির্মাণে খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার।

ভিয়েতনামের পর্যটক আকর্ষণের কেন্দ্রে এখন এই সোনায় মোড়া হোটেল। গিয়াং ভো লেকের ধারে এই হোটেল নির্মাণ করেছেন হোয়া বিন গ্রুপ। নাম দিয়েছেন ‘ডলস হানোই গোল্ডেন লেক’। সোনার পাতে মোড়া এই হোটেলে রয়েছে মোট ২৫ টি ফ্লোর। বাথরুম থেকে পুল সবটাই সোনার। সোনার পাত্রেই করা হয় খাবার পরিবেশন। হোটেলের যাবতীয় আসবাবপত্রই সোনায় তৈরি।

Related Posts

Leave a Reply