February 23, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

এটাই বিশ্বের সবচেয়ে বড় ভাসমান গ্রাম 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভেনিস যদি হয় ভাসমান শহর, তবে ভাসমান গ্রামের নাম হলো ক্যাম্পং আয়ে। ব্রুনেইয়ে অবস্থিত এই গ্রাম। ক্যাম্পং আয়েরের মানে হলো ভাসমান গ্রাম। ব্রুনেই নদীর বুকে ৪০টি ছোট ছোট গ্রাম নিয়ে গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান গ্রাম। প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করে এই গ্রামে। বাসিন্দারা বেশির ভাগই মত্স্যজীবী।

ক্যাম্পং আয়ে নামক এই গ্রামে আধুনিকতার ছোঁয়া রয়েছে সর্বত্র। রয়েছে স্কুল, মসজিদ, রেস্তোরাঁ, পেট্রোল পাম্প,হাসপাতাল। প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ, স্বচ্ছ পানীয় জল সহ রয়েছে ওয়াই-ফাই ব্যবস্থাও। এছাড়াও গ্রামে রয়েছে থানা, ফায়ার ব্রিগেডের মতো জরুরি পরিষেবাও। প্রায় ৩৮ কিলোমিটার এলাকা জুড়ে বৃস্তিত এই গ্রাম। প্রায় এক হাজার বছর আগে বাজাউ উপজাতিরা ব্রুনেই নদীর উপর নিজেদের বসতি গড়ে তুলেছিলেন।

Related Posts

Leave a Reply