এটাই বিশ্বের সবচেয়ে বড় সল্ট-কেভ !
কলকাতা টাইমসঃ
বিশ্বে এতো বড় নুন-ভান্ডারের হদিস এর আগে পাওয়া যায়নি। ইসরায়েলের মৃত এক নদীর কাছেই এই লবন-গুহার সন্ধান পেয়েছেন হিব্রু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবি, এটিই বিশ্বের দীর্ঘতম সল্ট-কেভ। খোঁজ পাওয়া গুহাটির নাম মালহাম। এটা ইসরায়েলের মাটির নিচে ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
গুহাটি ইসরায়েলের বৃহত্তম পাহাড় বেয়ে একটি ডেড ‘সি’তে গিয়ে শেষ হয়েছে। এটা এতোটাই বড় যে, একে একটি শহর বলা যায়। গুহাটিতে ১০০টিরও বেশি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি কক্ষ প্রায় ৫,৬৮৫ মিটার পর্যন্ত বিস্তৃত। সব মিলিয়ে ২৮টি দল নিয়ে গবেষক বোয়াজ ল্যান্ডফোর্ড ১ হাজার ৫০০ দিন ধরে এই গুহার মানচিত্র তৈরি করেন।