সবাইকে টেক্কা দিয়ে এই জাপানি ধনকুবেরই হচ্ছেন প্রথম চন্দ্রাভিযাত্রি
কলকাতা টাইমসঃ
অ্যালন মাস্কের মহাকাশযান প্রতিষ্ঠান স্পেসএক্স। মঙ্গলবার প্রতিষ্ঠানটি চন্দ্রাভিযানে তাদের প্রথম যাত্রীর নাম প্রকাশ করেছে।ক্যালিফোর্নিয়ায় স্পেসএক্স’র প্রধান কার্যালয় থেকে জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়ার নাম ঘোষণা করেছে অ্যালন মাস্ক।
‘বিগ ফ্যালকন রকেট’-বিএফআর নামের উৎক্ষেপণ সিস্টেমে চাঁদের চারপাশে ভ্রমণ করবেন ইউসাকু মায়েজাওয়া। এদিকে, মায়েজাওয়া জানিয়েছেন, তিনি চাঁদে যাওয়ার জন্য মনোনীত হয়েছেন। বিষয়টি তাকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, মায়েজাওয়ার মাধ্যমে এই প্রথম এশিয়া মহাদেশ থেকে কেউ চন্দ্রভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন।