January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

৭ হাজার বিলাস বহুল গাড়ির মালিক এই রাজা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক দেশের এক বর্তমান রাজা। যার সোনায় মোড়া প্রাসাদ থেকে ব্যক্তিগত বিমান। শুধু সোনা নয় তার গাড়ির বহরও তাক লাগাতে পারে বিশ্বের যে কোনো ধনী ব্যক্তিকে।তিনি ব্রুনেইয়ের সুলতান। নাম -হাসানাল বলকিয়াহ। প্রায় ২০ লক্ষ স্কয়ারফিট এলাকা জুড়ে তৈরী তার প্রাসাদে রয়েছে, ১৭০০টি ঘর।

সেখানে তার ১১০টি গ্যারাজে সুলতানের ৭ হাজার গাড়ি রয়েছে। যার মধ্যে রয়েছে ৩৬৫টি ফেরারি, ২৭৫টি ল্যাম্বারগিনি, ২৫৮টি অ্যাস্টন মার্টিন, ১৭২টি বুগাটি, ৬০০ রোলস রয়েস, ৪৪০টি মার্সিডিজ বেনজ, ২৬৫টি অডি, ২৩৭টি বিএমডব্লিউ, ২২৫টি জাগুয়ার, ১৮৩টি ল্যান্ড রোভার। পোলো খেলার জন্য ২২০টি ঘোড়াকে শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবলে পোষণ করেন তিনি। সোনায় মোড়া ব্যক্তিগত বিমানও রয়েছে সুলতানের।

Related Posts

Leave a Reply