১০ বছর আগের এই মেসি ভক্তই আজ আর্জেন্টিনার নতুন তারকা
কলকাতা টাইমসঃ
মঙ্গলবার কাতারের লুজাইল আইকনিক স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ০-৩ গোলে জয় পায় আর্জেন্টিনা। এই ম্যাচে লিওনেল মেসির পাশাপাশি উঠে আসেন আরও একজন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। জানা যাচ্ছে, মাত্র ১০ বছর আগে এই আলভারেজ, মেসি ভক্ত হিসেবে তার পশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। সেই ছোট্ট ছেলেটিই আজ আর্জেন্টিনার নতুন তারকা। এই দুই ফরোয়ার্ডের কাঁধে চড়েই ষষ্ঠবারের মতো ফাইনালে উঠলো আর্জেন্টিনা।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম গোলটি করেন মেসি। গোলটিতে পরোক্ষ অবদান আছে আলভারেজের। ৩২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ক্রোয়াট গোলরক্ষক দমিনিক লিভাকোভিচকে একা পেয়ে যান আলভারেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড শট নেওয়ার মুহূর্তে তাকে ফাউল করে বসেন লিভাকোভিচ। পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। ৩৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে চোখধাঁধানো গোল করেন আলভারেজ। আবারও ৬৯ মিনিটের সময় দেখা যায় মেসি-আলভারেজ জুটির ম্যাজিক। ঘিরে থাকা ক্রোয়েট ডিফেন্ডারদের কাটিয়ে পাস বাড়ান মেসি। বাকি কাজটুকু সারেন আলভারেজ।