November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

শব্দের গতিকেও হার মানালো রাশিয়ার এই মিসাইল 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রুন সবে একটি শব্দ বলতে মুখ খুলেছেন অরে এই মিসাইলকেও দাগ হল সেই সময়। কিন্তু আপনার শব্দটি বলা শেষ হলে না আর এই মিসাইল ততক্ষনে হাজার-হাজার মাইল দূরে গিয়ে শত্রুপক্ষকে নিকেশ করে দিলো। ভাবুন কি মারাত্মক! অ্যাভনগার্ড হাইপারসোনিক গ্লাইড ভেহিকল নামের অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইলের প্রথম রেজিমেন্ট মোতায়েন করেছে রাশিয়া। ওই মিসাইলটি শব্দের চেয়ে বিশগুণ গতিতে চলতে সক্ষম। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় মোতায়েনের স্থান জানানো হয়নি। তবে এর আগে দেওয়া ইঙ্গিত থেকে মনে করা হচ্ছে, এটি উরাল অঞ্চলে স্থাপন করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলগুলো শব্দের চেয়ে বিশগুণ গতিতে ছুটতে পারবে এবং রাশিয়াকে অন্যান্য দেশের চেয়ে সামনে এগিয়ে নিয়েছে।

এসব মিসাইলে গাইড সিস্টেম থাকছে যা এগুলোর চলার সক্ষমতা বাড়িয়ে দেবে এবং প্রতিরোধ করা অসম্ভব করে তুলবে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, অ্যাভনগার্ড হাইপারসোনিক গ্লাইড ভেহিকল নামের এই প্রযুক্তি ২৭ ডিসেম্বর মস্কোর স্থানীয় সময় সকাল ১০টার দিকে চালু করা হয়েছে।

গত মঙ্গলবার পুতিন বলেছিলেন, এই মিসাইল ব্যবস্থাটি বর্তমান বা ভবিষ্যতের যেকোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে। বিশ্বের আর কোনো দেশের কাছে সুপারসনিক অস্ত্রও নেই, আন্তঃমহাদেশীয় মিসাইল দূরের কথা।

Related Posts

Leave a Reply