November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জিততে মরিয়া বিজেপির মুখ এই মুসলিম তরুণী 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

হিন্দুত্বে বিশ্বাসী বিজেপি এবার সর্ব ধর্মে আস্থা অর্জন করতে চলেছে। জিততে মরিয়া বিজেপি এবার এক মুসলিম তরুণীকে নিজেদের মুখ করে দাঁড় করিয়েছেন  মেওয়ায়। হরিয়ানা রাজ্যে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। আগামী ২১ অক্টোবর হরিয়ানা রাজ্যের নব্বইটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে মোদি পদ্মফুল না ফোটাতে পারলেও আসন্ন নির্বাচনে পালা-বদলের ইঙ্গিত দিয়েছেন তিনি। হরিয়ানার মুসলিম অধ্যুষিত এলাকা মেওয়ায় এবার আশি শতাংশ মুসলিম ভোট ব্যাংক টানতে ওই এলাকার বাসিন্দা বিলেত ফেরত উচ্চশিক্ষিত বছর ২৭ বছর বয়সী এক তরুণীকে প্রার্থী করছে বিজেপি। এবার কংগ্রেস প্রাথী মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে ভোটের ময়দানে লড়বেন নওকশাম চৌধুরী নামের এই তরুণী ।

হরিয়ানা রাজ্যে গত বিধানসভা নির্বাচনে কেন্দ্রের শাসক দল ঘুঁটি সাজাতে না পারলেও, আসন্ন ২০১৯ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে শাসকদলের মোদি-শাহ জুটি যে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে তা বলাই বাহুল্য।

হরিয়ানার মেওয়া হলো মুসলিম অধ্যুষিত অনুন্নত একটি অঞ্চল। একসময় মেওয়ার অঞ্চলের অলিতে গলিতে লুকিয়ে ছিল ইতিহাস। প্রাচীন ঐতিহাসিক কাহিনী নিয়ে সকলের কাছে বেশ জনপ্রিয় হরিয়ানার এই মেওয়া অঞ্চল। জানা গেছে, এককালে মুসলিম রাজপুত্রদের সুদীর্ঘ শাসন ও ঐতিহ্যে ভরপুর ছিল আজকের এই মেওয়া। বর্তমানে মেওয়াতে না আছে রাজা না আছে তাঁর সভাসদ। কালের নিয়মে সবই স্মৃতির পাতায়।

বর্তমানে মেওয়ার বাসিন্দারা কুসংস্কার, অশিক্ষা এবং অপুষ্টিতে জরাগ্রস্ত। এমনকি নেই আগের সেই ঐতিহ্য জৌলুস। কালের নিয়মে সবই হারিয়ে গেছে মেওয়া থেকে। আর হরিয়ানার এই মেওয়া অঞ্চলে আসন্ন বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপি।

Related Posts

Leave a Reply