জেল থেকে পালালো এই কুখ্যাত চারপেয়ী অপরাধী !

কলকাতা টাইমসঃ
জেলে সুচতুর ভাবে মাদক সহ নানান অবৈধ জিনিস পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই কাজের সময় জেলের নিরাপত্তারক্ষীর হাতে বমাল ধরা পরে যায় সেই কুখ্যাত অপরাধী। তাকে পাঠানো হয়েছিল বিশেষ সেলে। কিন্তু শেষরক্ষা হলোনা। সমস্ত নিরাপত্তার বলয় ভেদ করে জেল থেকে পগার পার সেই অপরাধী। এই পর্যন্ত পড়ে ভাবছেন, এ আর এমন কি? এরকমটা তো কতই হয়।
কিন্তু যদি শোনেন, এই অপরাধী হলো একটি ‘বিড়াল’! জানা যাচ্ছে, শ্রীলঙ্কার হাই সিকিউরিটি ওয়েলিকাডা জেলে ঘটে এই ঘটনা। গত শনিবার জেল কতৃপক্ষের হাতে মাদক পাচারের সময় হাতে নাতে ধরা হয় বিড়ালটিকে। সেই সময় তার গলায় একটি প্লাস্টিকের প্যাকেটে প্রায় দু’গ্রাম হেরোইন, দুটি সিমকার্ড ও একটি মেমরি কার্ড পাওয়া যায়। সোমবার দেখা যায়, বিড়ালি তার কুঠুরি থেকে হাওয়া।