আইপিএলের নিলামে কাড়াকাড়ি এই ফুচকা বিক্রেতাকে নিয়ে !

কলকাতা টাইমসঃ
যশস্বী ভুপেন্দ্র জয়সাল। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে নজর করে এই যুবক। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেলে সে। সকালে ক্রিকেট আর বিকেলে ফুচকা বিক্রি করা এই ক্রিকেটারই এবারের আইপিএলে হট কেক। গতকাল বৃহস্পতিবার তাকে নিয়ে রীতিমতন কাড়াকাড়িশুরু হয় আইপিএলের নিলাম মঞ্চে।
তার বেশ প্রাইজ ছিল ২০ লাখ টাকা। শুরুতে আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স। যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। দাম ওঠে ৫০ লাখ টাকা। এবার এগিয়ে আসে পাঞ্জাব। এবার দাম গিয়ে দাঁড়ায় ৮০ লাখ। কলকাতা আবার তাকে দলে নিতে বিট করলে এগিয়ে আসে রাজস্থান রয়্যালস। দাম এক লাফে গিয়ে দাঁড়ায় ২ কোটিতে। কলকাতা জয়সালকে পেতে ২ কোটি ২০ লাখ টাকা দিতে চায়। শেষপর্যন্ত ২ কোটি ৪০ লাখ টাকায় তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস।