January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

সামান্য দেখতে এই কলমটি মোদীর হাতিয়ার, কিন্তু এর দাম কত জানেন?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রেন্দ্র মোদী যে জিনিসগুলোর উপরে সবচেয়ে বেশি নির্ভর করেন, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল একটি কলম। বিখ্যাত সংস্থার এই কলমটিকে কোনওভাবেই কাছছাড়া করেন না মোদী।

দাবি করা হচ্ছে, ‘নোটবাতিল’-এর সিদ্ধান্ত ঘোষণার আগেই এই কলমটি দিয়েই নির্দেশিকায় সই করেছিলেন নরেন্দ্র মোদী। এমনই বহু নির্দেশিকায় নাকি এই কলম দিয়েই তাঁর সিলমোহর দিয়েছেন নমো। শুধু নয়াদিল্লির প্রধানমন্ত্রীর দফতরের চৌহদ্দি নয় এই কলমকে সঙ্গে করে একের পর এক বিদেশ ভ্রমণও করেছেন নরেন্দ্র মোদী।

আসলে কলম জমানো নরেন্দ্র মোদীর নেশা। আর সেই কারণে তাঁর ভাণ্ডারে রয়েছে বহু দূর্মূল্য পেন। এগুলি কখনও নিজে তিনি কিনেছেন। আবার, তাঁর কলমের প্রতি আসক্তি জেনে অনেকে বহু রকমের পেনও উপহার দিয়েছেন। ববর্তমানে ‘মঁ ব্লাঁ’-র এই কালো কলমটি মোদীর সর্বক্ষণের সঙ্গী। কিন্তু, এই পেনটির দাম শুনলে চমকে যাবেন। কারণ, চা বিক্রেতার কাজ দিয়ে কর্মজীবন শুরু করা মোদীর হাতে এমন একটি দামি পেন সত্যি রূপকথার মতোই। মোদীর এই পেন আরও নজর কেড়েছে কারণ, মার্কিন প্রেসিডেম্টও এত দামি পেন ব্যবহার করেন না। জানা গিয়েছে, মঁ ব্লাঁ-এর এই পেনটির দাম ১লক্ষ ৩০ হাজার টাকা। দূর্মূল্য কলমের তালিকায় এই দামের পেন খুব একটা বিরল নয় ঠিকই। কিন্তু এটা পরিষ্কার, মোদী কোটের মতোই যথেষ্টই দামি নরেন্দ্র মোদীর কলম।

Related Posts

Leave a Reply