গাড়ির বিমা খরচ বাঁচাতে লিঙ্গ পরিবর্তন করে মহিলা হলেন এই ব্যক্তি!
কলকাতা টাইমসঃ
গাড়ির বিমা খরচ কমানোর নিজের জন্য লিঙ্গ বদলে ফেললেন এক ব্যক্তি। ২৪ বছর বয়সী সেই ব্যক্তির নাম অবশ্য প্রকাশ্যে আনা হয়নি। কানাডায় মহিলাদের জন্য কম খরচে গাড়ির বিমা এবং সরকারি পার্কিংয়ের সুবিধা পাওয়া যায়। সেই সুবিধা নিতেই খাতায় কলমে নিজের লিঙ্গ পরিবর্তন করে ফেললেন সেই ব্যক্তি।
পুরুষদের জন্য গাড়ির বিমা এবং সরকারি পার্কিং পাওয়া যায় ৪৫০০ পাউন্ডে। মহিলাদের ক্ষেত্রে সেই খরচ ৩২০০ পাউন্ড। সেই কারণেই লিঙ্গ পরিবর্তনের পরিকল্পনা করেন অভিযুক্ত ব্যক্তি। শুধু তাই নয় সরকারি ভাবে লিঙ্গ পরিবর্তনের জন্য চিকিৎসকের কাছ থেকে শংসাপত্রও আদায় করেন তিনি। পাশাপাশি নতুন করে জন্মের শংসাপত্র সংগ্রহ করেন তিনি।
সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি একজন মধ্যবিত্ত মানুষ। আমার পারিবারিক পিছুটানও নেই। অর্থের সংকট আমার জীবনে একটি বড় সমস্যা। তাই এই কাজ করেছি। আমার বন্ধুদের মধ্যে অনেকেই আমার এই কাজে অবাক হয়েছিল। কিন্তু আমার কিছু করার ছিল না।’