November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

ওড়ার স্বাদ পেতে জলপ্রপাতে ঝাঁপ দিলেন এই ব্যক্তি !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

উড়তে ঠিক কেমন লাগে? মানুষ যদি পাখির মত উড়ে বেড়াতে পারতো, তাহলে তার অনুভূতিটাই বা কেমন হত? বাস্তবে ‘পাগল’ ছাড়া এই অনুভবের সাক্ষী আর ক’জনই বা থাকতে পারেন! তবে, জোস জোন্স নামে এক ব্রিটিশ নাগরিক একশো ফুট উঁচু জলপ্রপাত থেকে ঝাঁপ দিয়ে এমনই ওড়ার অনুভূতি ‘পরখ’ করে দেখলেন।

জানা গেছে, মদ্যপ অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। অস্ট্রেলিয়ার ন্যাশনাল পার্কের বিখ্যাত জিম জিম জলপ্রপাতের একেবারে শিখর থেকে ঝাঁপ মারেন জোন্স। নিচে নদীর জল স্পর্শ করার আগে অভাবনীয় অনুভবের কথা জানান তিনি। তবে, এ যাত্রায় প্রাণে বেঁচে যান সেখানে ঘুরতে আসা দু-তিন জন চিকিৎসকের প্রচেষ্টায়। তাকে উদ্ধার করে র‌য়্যাল ডারউইন হাসপাতালে ভর্তি করানো হয়। বাঁ পায়ে, হাঁটুতে গুরুতর চোট পান জোন্স।

কিন্তু এত বড় ঝুঁকি নিতে গেলেন কেন তিনি? পারিবারিক অশান্তিতে ভুগছিলেন এমন কোনও তথ্য জানা যায়নি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, মানসিক অবসাদে ভোগার কারণেই এত বড় ঝুঁকি নিয়েছিলেন ওই ব্রিটিশ নাগরিক। তবে জোন্সের কথায় ‘ওড়ার স্বাদ পেতেই ডানা মেলে ধরেছিলাম’।

 

Related Posts

Leave a Reply