November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

স্যাটেলাইটে ধরা পড়লো চীনের এই গোপন প্রজেক্ট 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে এবার দেশের মাটিতেই মিলিটারি এয়ারক্রাফট তৈরি করছে চীন। সম্প্রতি স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল চীনের সেই গোপন প্রজেক্ট। সেই ছবিতে দেখা যাচ্ছে ওয়াই-২০ নামের ওই এয়ারক্রাফট সংখ্যায় ক্রমশ বাড়ছে। চীনের প্রোডাকশন হাব ইয়ানলিয়াং-এ বিভিন্ন পর্যায়ে রয়েছে সেইসব যুদ্ধবিমান। মোট ছ’টি বিমান দেখা যাচ্ছে সেখানে।

দেশে তৈরি সেই বিমানের কোডনেম দেওয়া হয়েছে ‘কিনপেং’। এটি আসলে চীনের এক পৌরাণিক পাখি, যা নাকি কয়েক হাজার কিলোমিটার উড়ে যেতে পারত বলে কথিত আছে। চীনের সরকারি সংস্থা ‘অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না’ ওই বিমানগুলো তৈরি করছে।

চীনের ওয়াই-২০ ২০০ মেট্রিক টন লোডের জন্য বানানো হয়েছে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। মূলত সেনা ও অস্ত্র বহনের জন্য তৈরি করা হচ্ছে এগুলো। এতে চীনের ইলেকট্রিক ওয়ারফেয়ার বা রিফুয়েলিং ইকুইপমেন্ট বহন করা হবে বলেও মনে করা হচ্ছে। বিশেষত প্রতিকূল আবহাওয়াতে যাতে দ্রুত অস্ত্র পৌঁছে দেওয়া যায়, তার জন্যই তৈরি এই বিমান। ২০১৩ সালে প্রথম এই বিমান উড়িয়েছিল চীন।

 

Related Posts

Leave a Reply