কলকাতার এই দোকানে আজও পাওয়া যায় ৫০ পয়সায় কচুরি ১ টাকায় চপ !
কলকাতা টাইমসঃ
২৯ বছর ধরে দোকানের কোনো জিনিসের দাম এক পয়সাও বাড়েনি! কলকাতা শহরের মানিকতলার মুরারিপুকুর এলাকায় কচুরি, তেলেভাজার দোকান চালান পঞ্চাশোর্ধ্ব লক্ষ্মীনারায়ণ ঘোষ । ডাকনাম মঙ্গল। ১৯৯০ সালে একটি পরিত্যক্ত মিটার ঘরে গড়ে ওঠে দোকান। সকালে কচুরি আর বিকেলে চপ। তখনকার বাজারমূল্য অনুসারে প্রতিটি কচুরির দাম ছিল ৫০ পয়সা। চপের দাম রাখা হয়েছিলো ১ টাকা। স্কুলের কচিকাঁচাদের জন্য কচুরির দাম অর্ধেক করে দিয়েছিলেন মঙ্গল। অর্থাৎ তাদের কচুরির দাম দিতে হতো ২৫ পয়সা।
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি, আজও সেই ২৯ বছর আগের দামেই চপ-কচুরি বিক্রি করেন মঙ্গল! এত কম দাম নিয়ে কী করে সংসার চলে? মঙ্গল জানায়, ‘সমস্যা একটু হয়। কিন্তু এতদিন যখন বাড়াইনি, কোনওদিন আর দাম বাড়াব না। পাড়ার মধ্যে দোকান তো, সবাই এতদিন ধরে খাচ্ছেন। স্কুলের বাচ্চাগুলো ভিড় করে আসে, তৃপ্তি পাই। এতদিন পরে দাম বাড়ালে ওরা দুঃখ পাবে। কচুরির সাইজ একটু ছোট করেছি। চপ অবশ্য আগের মতোই আছে। ও আমার ঠিক চলে যাবে।’