৫২ এর এই তারকা তৃতীয়বার মজলেন ১৮’র প্রেমিকে
কলকাতা টাইমস :
প্রেম আর যুদ্ধক্ষেত্রে নাকি সবকিছুই সঠিক কাজ। বয়স ৫০ ছাড়িয়েছে। তাতে কী? আবারও প্রেমের জোয়ারে ভাসতে চান ব্রিটিশ মডেল ও অভিনেত্রী এলিজাবেথ হার্লে। তবে, এবার আর নিজের বয়সি কারও সঙ্গে নয়, ঘনিষ্ঠ হতে চান ১৮ বছরের কোনও যুবকের সঙ্গে। তিনি জানিয়েছেন, ‘আমি ফের প্রেম করতে চাই। তবে, আমার বয়সি যাঁদের পাই, তাঁদের সবারই প্রেমিকা, স্ত্রী ও সন্তান রয়েছে। তাঁদের সঙ্গে সম্পর্কে জড়াতে হলে, সবাইকে মেনে নিতে হবে।
আগে দুবার বিয়ে করেছেন। প্রথম স্বামী ছিলেন অভিনেতা হিউ গ্রান্ট। আর দ্বিতীয়জন ভারতীয় ব্যবসায়ী অরুণ নায়ার। প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শ্যেন ওয়ার্নের সঙ্গেও। সেসব অতীত। ফের প্রেমে পড়তে চান এই অভিনেত্রী। তবে, এবার তাঁর চাই সদ্য যৌবনে পা দেওয়া কোনও যুবক।
হার্লের যুক্তি, ‘আজকাল তো ১৯-২০ বছর থেকেই ছেলেরা প্রেম করা শুরু করে। তাই ভাবছি ১৮ বছরের কোনও সদ্য যুবকের সঙ্গেই প্রেম করব।