সুদানের প্রেসিডেন্টকে গদিচ্যুত করে প্রশংসায় ভাসছেন এই ছাত্রী !
কলকাতা টাইমসঃ
সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের পদত্যাগের দাবিতে কয়েক মাস ধরে ব্যাপক বিক্ষোভে সামিল হয়েছে সেদেশের মানুষ। অবশেষে এদিন পদত্যাগ করতে বাধ্য হন সুদানের প্রেসিডেন্ট। এই বিক্ষোভকে কেন্দ্র করে নাটকীয় ভাবে উঠে আসে ২২ বছর বয়সী এক ছাত্রী আল সালাহর নাম। তার সরকার বিরোধী ভাষণ ইতিমধ্যেই ভাইরাল।
তরুণীর এই ভাষণকে অনেকেই ঐতিহাসিক বলে ব্যাখ্যা করছেন। এই আন্দোলনে সে দেশের মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আল সালাহ খারতুমের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার নিয়ে পড়ছেন। ১৯৮৯ সাল থেকে আল বশির সুদানের প্রেসিডেন্ট। পাউরুটির দাম বাড়ানো নিয়ে ডিসেম্বর থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দেশের মানুষ।