চলতি বিশ্বকাপে পারফর্মেন্সর ভিত্তিতে তৈরী এই একাদশ
কলকাতা টাইমসঃ
এখনো পর্যন্ত বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে একটি ক্রিকেট টিম তৈরি করা হলে তা ঠিক কেমন দেখাবে ? তারই ইঙ্গিত দেওয়া হলো এই প্রতিবেদনে।
ডেভিড ওয়ার্নার: আইপিএল থেকেই স্বপ্নের ছন্দে আছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার। দু’দুটি সেঞ্চুরি। এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার।
অ্যারন ফিঞ্চ: অস্ট্রেলীয় ব্যাটিং লাইনআপের অন্যতম শক্তি। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ফিঞ্চ। যে কোন পরিস্থিতিতে ম্যাচ বের করে আনার ক্ষমতা রাখেন তিনি।
সাকিব আল হাসান: তাকে কেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলা হয়, চলতি বিশ্বকাপে তা বারবার প্রমাণ করে চলেছেন সাকিব।
বিরাট কোহলি: আগ্রাসী মনোভাব আর রানের খিদের দৌলতে ভারতীয় এই ক্রিকেটার চলতি বিশ্বকাপে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন যে কোনো মুহূর্তে ।
জো রুট: ইংল্যান্ডের হয়ে এই বিশ্বকাপে প্রায় সব ম্যাচেই রান পেয়ে চলেছেন রুট। এ ছাড়াও বল হাতেও যথেষ্ট কার্যকর তিনি।
কেন উইলিয়ামসন: কিউইদের ম্যাচ জেতানোর পিছনে রয়েছে কেন উইলিয়ামসনের অনবদ্য পারফর্মেন্স।
মুশফিকুর রহিম: বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা মুসফিকুর। দলের উইকেটরক্ষকও তিনিই।
বেন স্টোকস: স্লগ ওভারে নির্মম ব্যাটিংয়ে বিপক্ষকে দুমড়ে দিতে পারেন, আবার বল হাতেও সমান ভয়ঙ্কর স্টোকস।
মিচেল স্টার্ক: দুরন্ত ছন্দে রয়েছেন অস্ট্রেলীয় এই ফাস্ট বোলার। বল হাতে তার রানআপ রক্তচাপ বাড়িয়ে দেয় তাবড় ব্যাটসম্যানদের। বিশ্বকাপে এই মুহূর্তে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রয়েছেন তিনি।
মোহাম্মদ আমির: বিষাক্ত সুইং আর গতিতে বিপক্ষের ব্যাটিং লাইনআপকে একাই ধ্বংস করে দিতে পারেন।
ইমরান তাহির: চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার আর কোনো আশা না থাকলেও বোলিংয়ে মুগ্ধ করেছেন ইমরান তাহির।