চীনের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট ভারতের এই ভয়ংকর অস্ত্র
কলকাতা টাইমসঃ
চীনের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট ভারতের তৈরী এক ভয়ংকর অস্ত্র। ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী এই অস্ত্রের নাম নাম ‘কিলো অ্যাম্পিয়ার লিনিয়র ইনজেক্টর’। সংক্ষেপে ‘কালি’৷ লেসার অস্ত্রের থেকেও ভয়ঙ্কর ভারতের তৈরি এই মিসাইল ডিফেন্স সিস্টেম। ১৯৮৫ সালে ‘কালি’র জন্ম দেয় ভারতীয় বিজ্ঞানীরা। এরপরই বিশেষজ্ঞরা বলতে শুরু করে, প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রকে এবার আকাশেই ঝলসে দেবে ভারত।
৪০ গিগাওয়াট শক্তি সম্পন্ন ইলেকট্রন ছুড়তে কালি কালি-৫০০০। কোনও ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান ধেয়ে আসছে দেখলেই, তাকে লক্ষ্য করে তীব্র গতিসম্পন্ন অসংখ্য ইলেকট্রন কণার স্রোত ছুড়তে শুরু করবে কালি। কালি-৫০০০ মূলত মাইক্রোওয়েভ বিকিরনের মাধ্যমে ছুটন্ত ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানকে নিমেষে ধ্বংস করার ক্ষমতা রাখে।