এবার করোনা আক্রান্ত হলো এক বুনো সাদা হরিণ !
কলকাতা টাইমসঃ
এবার করোনা আক্রান্ত হলো এক বুনো সাদা হরিণ। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইও রাজ্যের ঘটনা। মার্কিন কৃষি বিভাগ সূত্রের খবর, ওই রাজ্যের এক বুনো হরিণের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। যদিও হরিণটি উপসর্গহীন। ইতোমধ্যেই ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ভেটেরিনারি মেডিসিন হরিণটির নমুনা সংগ্রহ করেছে।
ইউএসডিএ মুখপাত্র লিন্ডসে কোলে জানান, হরিণটি কীভাবে করোনায় আক্রান্ত হয়েছে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য হাতে আসেনি। ধারণা করা হচ্ছে, করোনা আক্রান্ত কোনো মানুষ বা প্রাণীর সংস্পর্শে এসেই সংক্রমিত হয়েছে এই হরিণটি। এর আগে, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, তুষার চিতা, ভোঁদড়, গরিলা এবং বেজি জাতীয় প্রাণী ‘মিঙ্ক’র করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিলো।