এবার আমেরিকায় বিচারকের আসনে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী
কলকাতা টাইমসঃ
এবার আমেরিকায় বিচারকের আসনে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী। আগামী বুধবার কানেক্টিকাট ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক হিসেবে সরলা বিদ্যা নাগালা নামক ওই মহিলাকে নিয়োগ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমানে কানেক্টিকাট জেলার অ্যাটর্নি ডিপার্টমেন্টে ডেপুটি চিফ পদে কর্মরত রয়েছেন সরলা।
প্রসঙ্গত, এই প্রথম এশীয় বংশোদ্ভূত কোনও মহিলা বিচারক হিসেবে মার্কিন আদালতে দায়িত্ব পালন করবেন। ২০০৮ সালে ইউসি বার্কলে স্কুল অব ল থেকে আইনে স্নাতক হন নাগালা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রিও রয়েছে তাঁর ঝুলিতে।