এবার চীনের বিরুদ্ধে ‘ডিজিটাল স্ট্রাইক’ এর পথে আমেরিকা এবং অস্ট্রেলিয়া
কলকাতা টাইমসঃ
সম্প্রতি জাতীয় নিরাপত্তার স্বার্থে ৫৯ টি চীনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। এই ইস্যুতে ভারতকে সমর্থন করে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর এবার একই ভাবে চীনা অ্যাপ নিষিদ্ধ করার পথে হাটতে চলেছে আমেরিকা এবং অস্ট্রেলিয়া। অ্যাপগুলির মধ্যে একদম প্রথমেই রয়েছে চীনের জনপ্রিয় বিনোদন অ্যাপ টিকটক।
একই পথে হাঁটার বার্তা দিয়েছে চীনের শত্রু দেশ অস্ট্রেলিয়াও। গতকাল অর্থাৎ সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, জাতীয় নিরাপত্তার কারণে আমরা অ্যাপ নিষিদ্ধ করার বিষয়টি ভেবে দেখছি। ভারতের ডিজিটাল স্ট্রাইকের পর থেকে বিপুল সংখ্যক ইউজার হারিয়ে ইতিমধ্যেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এই চীনা সংস্থাগুলি।