January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

  এবার শতরূপ ঘোষের সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন বাবুল সুপ্রিয়  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বার শতরূপ ঘোষের সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সম্প্রতি নাগরিকত্ব আইনের প্রতিলিপি ছিঁড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দেবস্মিতা চৌধুরীর প্রতিবাদের সমালোচনা করে একটি ফেসবুক পোস্ট করেন বাবুল সুপ্রিয়। ওই পোস্টে বাবুল এবং বিজেপি সভাপতি দিলিপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন মুস্তাফিউর রহমান নামে এক যুবক। প্রত্তুতরে বাবুল তাকে বলেন, ‘আগে তোমাকে নিজের দেশে ফেরত পাঠাই তারপর পোস্টকার্ডে উত্তর দেব।’

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয়কে নিয়ে নিন্দার ঝড় ওঠে। সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষ লেখেন, ‘বাবুলদা, এটাই ওর (মুস্তাফিউরের) দেশ। ও এই দেশেই থাকবে। কারও বাবার ক্ষমতা থাকলে ওকে বার করে দেখাক।’ শতরূপের উদ্দেশে বাবুল লেখেন, ‘বড্ড বড় বড় কথা বলছেন শতরূপ ঘোষ। সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে ‘বিলো দ্য বেল্ট’ আক্রমণও করছেন! আপনাকে এখনও আমি কোনও জবাব দিইনি, দেবও না।’

এতেই ক্ষান্ত হননি বাবুল। এর পরের লাইনে শতরূপের উদ্দেশে একটি উর্দু পঙ্‌ক্তি যোগ করেন তিনি, ‘দুশমনি করো ওর জমকে করো/ পার ইতনি গুঞ্জায়িশ ছোড় দো/ কে আঁখ মিলে তো কহিঁ শরমিন্দা না হোনা পড়ে।’

Related Posts

Leave a Reply