এবার ভুটানের ভুখন্ড দখলের মরিয়া চেষ্টায় চীন: থিম্পুর পশে দিল্লি
কলকাতা টাইমসঃ
এবার ভুটানের ভুখন্ড দখলের মরিয়া চেষ্টায় চীন। এই ঘটনার বিরুদ্ধে থিম্পুর পশে এসে দাঁড়িয়েছে ভারত। ডোকলামের ঘটনার পর ভুটানের অন্তত পাঁচটি এলাকায় চীনা অনুপ্রবেশের খবর মিলেছে। জানা যাচ্ছে, পূর্ব ভুটানের চুম্বি উপত্যকার প্রায় ৪০ কিলোমিটার ভেতরে ঢুকে রাস্তা এবং হেলিপ্যাড নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে।উল্যেখ্য, ২০১৭ সালে ডোকলামের ‘স্ট্যান্ড অফ’ পর্বে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছিল ভুটান। এবার তারই প্রতিদান দেওয়ার পালা ভারতের।
চীন-ভুটান সীমান্তের পূর্ব সীমান্তে অবস্থিত ৭৪০ বর্গ কিলোমিটারের সাকতেং অভয়ারণ্য ভুটানের অংশই নয় বলে দাবি করে বসে চীন। বৈঠকে উপস্থিত ভারতীয় প্রতিনিধি চীনের দাবির প্রবল বিরোধিতা করেন। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের প্রতিনিধিরাও বেইজিংয়ের দাবিকে সায় দেননি। প্রসঙ্গত, ভুটানের ওই অভয়ারণ্যের পাশেই অরুণাচল প্রদেশ। ফলে বিষয়টি ভারতের কাছে যথেষ্ট উদ্বেগের।