এবার কোকা-কোলার আধাঁর হতে চলেছে ‘কাগজ’ !
কলকাতা টাইমসঃ
এবার কোকা-কোলার আঁধার হতে চলেছে ‘কাগজ’। টেট্রা প্যাক নয় কোকের আস্ত বোতলটাই এবার তৈরী হবে কাগজ দিয়ে। আপাতত পরীক্ষামূলকভাবে এই বোতল চালু করতে চলেছে তারা। বিশ্বজুড়ে ছড়িয়ে পরা প্লাস্টিক দূষণ রোধ করতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে তারা। কাগজের এই বোতলটিতে প্লাস্টিকের একটি পাতলা লাইনার ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে হাঙ্গেরিতে কোকা-কোলা তাদের এই বোতল বাজারজাত করবে বলে ঠিক করেছে।
কোকা-কোলা বলছে, তারা এমন বোতলের অপেক্ষায় ছিলো যা তাদের পানীয়র স্বাদের কোনো পরিবর্তন আনবে না এবং সাস্থের ক্ষেত্রেও সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ডেনমার্কের বিখ্যাত বোতল প্রস্তুতকরী সংস্থা পাবোকো জানাচ্ছে, দীর্ঘ ৭ বছর গবেষণা চালানোর পর এই কাগজের বোতল তৈরি করতে সক্ষম হয়েছে তারা।