করোনার বলি এবার এক ব্রিটিশ অভিনেত্রী
কলকাতা টাইমসঃ
করোনার বলি এবার এক ব্রিটিশ অভিনেত্রী। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৪ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু হয় বলে খবর। হিলারি হিথ নামে ওই অভিনেত্রীর জন্ম ইংল্যান্ডের লিভারপুলে। ১৯৬৮ সালে মাইকেল রিভসের হরর ছবি ‘উইচফাইন্ডার জেনারেল’এ তার চলচ্চিত্রে অভিষেক।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন হিলারি। তার প্রযোজিত ছবি হলো হুগ গ্রান্ট ও অ্যালান রিকম্যান অভিনীত ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং গ্যারি ওল্ডম্যান অভিনীত ‘নিল বাই মাউথ’।