চীনকে বার্তা দিতে এবার ভারতীয় ব্রহ্মস পাড়ি দিতে চলেছে ফিলিপাইনে
কলকাতা টাইমসঃ
ভারতের তৈরী বিশ্বের দ্রুততম সুপারসনিক মিসাইল এবার পাড়ি দিতে চলেছে ফিলিপাইনে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলার তথা ২ হাজার ৭৭০ কোটি টাকার এই চুক্তি সাক্ষরিত হতে চলেছে। ভারতের তৈরি এই মিসাইল কেনার পদক্ষেপ নিশ্চিত ভাবেই চীনকে বার্তা দিচ্ছে। আগামীদিনে ফিলিপাইনের পথে হেঁটে ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনামও এই ক্ষেপণাস্ত্র কিনতে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।
শব্দের গতিবেগের চেয়েও তিনগুণ দ্রুত ব্রহ্মোসের গতিবেগ ৪,৩২১ কিমি প্রতি ঘণ্টায়। ইতিমধ্যেই ফিলিপাইন্সের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ব্রহ্মোস এরোস্পেস প্রাইভেট লিমিটেডকে নোটিশ অফ অ্যাওয়ার্ড পাঠিয়েছে।