এবার আইপিএলে দল কেনার চেষ্টায় ম্যানচেস্টার ইউনাইটেড
কলকাতা টাইমসঃ
এবার আইপিএলে দল কেনার চেষ্টায় ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং ধনী ফুটবল ক্লাব হিসেবে পরিচিত এই ক্লাব। সেই ক্লাবের মালিক ‘দ্য গ্লেজার’ পরিবারের নজর এবার বিশ্বের সবচেয়ে বিলাসী ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের প্রতি।
বিসিসিআই সম্প্রতি ইনভাইটেশন টেন্ডার বাজারে ছেড়েছে। এক ভারতীয় কোম্পানির মাধ্যমে সেটা কিনে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের এক মার্কিন ক্লাব মালিক। প্রসঙ্গত, ফ্র্যাঞ্চাইজির জন্য বিড করতে আগ্রহীদের ব্যক্তিগত মালিকানায় আড়াই হাজার কোটি টাকা থাকতে হয়। যা ম্যানইউর মালিকের কাছে ধুলো-ময়লার সামিল হিসেবে ধরা হয়।