এবার বন্যায় ভাসবে পাকিস্তান, ভারতের নয়া চালে বেকায়দায় ইমরান
কলকাতা টাইমসঃ
আগামী দিনে বন্যায় ভাসতে চলেছে পাকিস্তান। ভারতের নয়া চলে ভয়ংকর বিপদের মুখে এই প্রতিবেশি রাষ্ট্র। পাকিস্তানকে বন্যার আগাম সতর্ক বার্তা এখন থেকে আর দেবে না ভারত। কোনও রকম সৌজন্য না করেই পাকিস্তানের সঙ্গে ১৯৮৯ সালে হওয়া ‘হাইড্রোলজিক্যাল ডেটা’ আদান-প্রদান চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল ভারত।
এই চুক্তি অনুযায়ী, জল বিপদসীমা অতিক্রম করার উপক্রম হলে তা আগাম জানিয়ে দেওয়া হয় পাকিস্তানকে। যার ফলে আসন্ন বন্য পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতি নিতে পারে তারা। ভারতের থেকে পাওয়া এই ‘হাইড্রোলজিক্যাল ডেটা’ দেওয়া এবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই চুক্তির মেয়াদ আর বাড়াবে না ভারত।