এবার ৩৬টি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলো রাশিয়া
কলকাতা টাইমসঃ
এবার ৩৬টি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলো রাশিয়া। যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি ও কানাডাসহ বিশ্বের মোট ৩৬ দেশের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা অরোপ করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাশিয়ার দাবি, ‘ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জবাবে আন্তর্জাতিক আইন মেনেই ৩৬ দেশের ওপর নিষেধাজ্ঞা অরোপ করেছে রাশিয়া।’
ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে মস্কো এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত ইইউ জানিয়েছে, ‘রাশিয়ার মালিকানাধীন অথবা রাশিয়া নিয়ন্ত্রিত কোনো বিমান ইইউ ভূক্ত দেশের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না।’ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে বাল্টিক সাগরের বিকল্প পথ ব্যবহার করে বিভিন্ন দেশে রাশিয়ার বিমান চলাচল করছে।