এবার ন্যাটো বাহিনীকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলো রাশিয়া
কলকাতা টাইমসঃ
এবার ন্যাটো বাহিনীকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলো রাশিয়া। ইউক্রেন প্রসঙ্গে নিজেদের নিরাপত্তার নিশ্চিত না হলে পাল্টা সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দিলো রাশিয়া। গতকাল সোমবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ন্যাটো যদি বিষয়টি উপেক্ষা করতে থাকে তাহলে রাশিয়া সামরিক ব্যবস্থা নিতে বাধ্য হবে। প্রসঙ্গত, গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পূর্ব ইউরোপে সামরিক তৎপরতা বন্ধ করতে ন্যাটো জোটের প্রতি আহ্বান জানিয়েছিল।
মস্কো পাশ্চাত্যের জন্য হুমকি সৃষ্টি করছে- অজুহাত তুলে আমেরিকা ও ন্যাটো জোট বেশকিছুদিন ধরে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে ব্যাপকভাবে সেনা ও সমরাস্ত্র মোতায়েন করেছে। পাশাপাশি ইউক্রেনও রাশিয়ার সীমান্তে বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েন করেছে।