এবার ওষুধ খেলেই নিপাত যাবে করোনা !
কলকাতা টাইমসঃ
আর ভ্যাকসিন নয়, এবার ওষুধ খেলেই পালিয়ে বাঁচবে করোনা! মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে আনতে চলেছেন এমনই এক যুগান্তকারী আবিষ্কার। করোনা ভ্যাকসিনের পর এবার মুখে খাওয়ার উপযোগী ওষুধ আনার বার্তা দিলো এই বহুজাতিক সংস্থা। ফাইজারের সিইও আলবার্ট বোরলা জানান দ্রুত এই ওষুধ বাজারজাত করার ব্যাপারে বদ্ধপরিকর তারা।
সূত্রের খবর, ক্লিনিক্যাল ট্রায়ালের পর ফুড অ্যান্ড ড্রাগ কন্ট্রোলের অনুমোদন পাওয়ার পর এবছরের শেষেই আত্মপ্রকাশ করতে পারে এই মেডিসিন। বিশেষজ্ঞদের ধারণা করোনা পরিস্থিতি আমূল বদলে দিতে পারে এই ওষুধ। ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে ইতিমধ্যেই করোনার টিকা তৈরি করেছে। আমেরিকা, ব্রিটেন সহ বিভিন্ন দেশে চলছে এই টিকার প্রয়োগ। একইসঙ্গে করোনার দুটি ‘অ্যান্টি-ভাইরাল’ মেডিসিন তৈরির পথে ফাইজার।