January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

এবারের বিগ বস মাতাবেন এক যৌনকর্মী!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভারতীয় টেলিদুনিয়ার মোস্ট কন্ট্রোভার্সিয়াল শো বলতে গেলে, সবার প্রথমে যে নামটি আসে সেটি হলো ‘বিগ বস’। সিজন যত বাড়তে থাকে বিতর্ক সমান গতিতে এগিয়ে চলে। গতবারের সিজন নিয়েও কম বিতর্ক হয়নি।

হিনা খানের সঙ্গে শিল্পা শেন্ডের কথা কাটাকাটি থেকে শুরু করে, ঢিনচ্যাক পূজার ওয়াইল্ড কার্ড এন্ট্রি, সবকিছুই খবরের শিরোনামে উঠে এসেছিল। ঘরে ঘরে ফের রিমোট নিয়ে শুরু হতে চলেছে ঝামেলা। আর বেশি দিন বাকি নেই। শুরু চলেছে বিগ বসের পরবর্তী সিজন। এবারেও সঞ্চালনায় থাকছেন ভাইজান।

প্রত্যেক সিজনে রীতি মেনে তো কিছু না কিছু চমক থাকছেই। গত কয়েকটা সিজন থেকে আবার চালু হয়েছে সেলিব্রটিদের সঙ্গে আমজনতা ‘বিগ বস’ হাউসে একসঙ্গে বসবাস। তাই ট্রেন্ড বজায় রাখতে এবছরেও থাকছে জোরির জলবা। এই মৌসুমে বিগ বসের ঘরে জুটিতে প্রবেশ করবেন অংশগ্রহণকারীরা। সম্প্রতি সামনে এসেছে এই ‘বিগ বস সিজন ১২’-এর টিজার। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ‘বিগ বস’ সিজন ১২ তে এন্ট্রি নেবেন ১২ জন প্রতিযোগী। বলিপাড়ার গুঞ্জন, সাধারণ মানুষ বা সেলিব্রিটি ছাড়াও থাকবেন স্ট্রিপার, যৌনকর্মী, বিতর্কিত সাংবাদিক, তান্ত্রিক, মাদকাসক্তরাও।

সেই যৌনকর্মী এবং স্ট্রিপারের চ্যানেল কর্তৃপক্ষের কাছে বেশ ওজনদার। ড্যানি ডি এবং মাহিকা শর্মা আসছেন জুটি বেঁধে। প্রতি সপ্তাহে ৯৫ লাখ টাকা করে পাবেন তারা। এই দু’জনই এবার শো-এর হাইয়েস্ট পেইড জোরি। তবে পিছিয়ে নেই ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতি সিং এবং তার স্বামী হর্শ লিম্বাচিয়া। তারা প্রতি সপ্তাহে পারিশ্রমিক পাবেন ৫০ লাখ টাকা।

টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাক্কড়ের পারিশ্রমিক ১৪-১৬ লাখ প্রতি সপ্তাহে। যা হিনা খানের পারিশ্রমিকের চেয়ে দ্বিগুণ। তবে এসবের মাঝেও শিরোনামে রয়েছেন সালমান খান। প্রতি সপ্তাহে তিনি পারিশ্রমিক নেবেন ১৪ কোটি টাকা। বিগ বস ফাইভ সুপারহিট হওয়ার পিছনে বড় অবদান ছিল সানি লিওনের। গত কয়েক মৌসুম সেভাবে হিট হয়নি বিগ বস। তাই এবার বড় সেলেব্রেটিদের এনে চমক দিতে চাইছে চ্যানেল কর্তৃপক্ষ।

 

Related Posts

Leave a Reply