ইমিউনিটি বুস্ট করবে সরকারের ‘আরোগ্য সন্দেশ’! নাম ‘আরোগ্য’
কলকাতা টাইমসঃ
এবার মিষ্টি বেচবে পশ্চিমবঙ্গ সরকার। বাঙালির রসনার অতি প্রিয় এই বস্তুটিকে নিয়ে এক অভিনব পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই মিষ্টি নাকি করোনা আবহে মানুষের শরীরের ইমিউনিটি বুস্ট করবে। সরকারের দাবি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এই মিষ্টি। দ্রুতই বাজারজাত হবে এটি। জানা যাচ্ছে, ‘সন্দেশ’ ফর্মেই আপাতত আসরে নামানো হবে তাকে। অভিনব এই মিষ্টির দাম থাকবে মধ্যবিত্তের নাগালের মধ্যেই।