এবার নারী নির্যাতনকারীদের ‘কুখ্যাত’ করতে পোস্টার লাগাবে পুলিশ
কলকাতা টাইমস :
নারী নির্যাতন বা হয়রানিতে অভিযুক্তদের নাম ও ছবি দিয়ে এবার জনবহুল স্থানে পোস্টার লাগবে পুলিশ। গতকাল এমনই নির্দেশ দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উত্তর প্রদেশ সরকারের প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, যাদের বিরুদ্ধে নারী নির্যাতন, শ্লীলতাহানি, যৌন হয়রানির মতো অভিযোগ থাকবে, তাদের নাম ও ছবি দিয়ে জনবহুল স্থানগুলোতে পোস্টার সাঁটার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে এই অপরাধীদের সম্পর্কে মানুষ সচেতন হতে পারেন।
কানপুরে দুই যুবকের বিরুদ্ধে ২১ বছর বয়সী এক দলিত যুবতীকে হয়রানির অভিযোগ ওঠে। অভিযুক্ত দুজনকেই পরে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।এই ঘটনাকে অত্যন্ত গুরুতরভাবে নেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনার দিনই নারীদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্তদের পরিচয় প্রকাশ্যে আনার নির্দেশ দেন তিনি।
উত্তর প্রদেশ পুলিশের ডিজিপি হিতেশ চন্দ্র অবস্থি অবশ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নারীদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্তদের পরিচয় প্রকাশ্যে আনার বিষয়ে এখনও কোনও নির্দেশিকা তিনি পাননি। তিনি জানান, এই সংক্রান্ত নির্দেশিকা পেলেই উপযুক্ত পদক্ষেপ করা হবে।