গতকাল এই সময়ে রাখি পরলেই অমঙ্গল !
কলকাতা টাইমসঃ
আগামীকাল রাখী পূর্ণিমা। বোন বা দিদিরা রাখি পড়াবেন দাদা বা ভাইয়ের হাতে। কিন্তু শুভ সময়? এই প্রসঙ্গে বলা হচ্ছে, দিনের যে কোনও সময়ই আপনি রাখী পরাতে পারবেন৷ এ বছর পূর্ণিমা তিথি পড়ছে ১৪ অগাস্ট বিকেল ৩:৪৫ মিনিটে, আর ছাড়ছে ১৫ অগাস্ট বিকেল ৫:৫৯ মিনিটে।
তবে রাখী বন্ধনের মূল পর্ব সম্পন্ন হবে ১৫ অগাস্ট। এখানেই জোতিষীরা বলছেন, কোনো ভাবেই নির্দিষ্ট সময়ের পরে রাখি পড়াবেন না। তাহলেই নাকি ঘটতে পারে নানান অশুভ কান্ডকারখানা। জোতিষীদের সাবধানবাণী নির্দিষ্ট সময় অর্থাৎ ৫.৫৯ মিনিটের পর কোনো অবস্থাতেই রাখি পড়াবেন না। তাহলেই নেমে আসবে অমঙ্গল।