এই প্রথম পাকিস্তানের নির্বাচনে অংশ নিলেন প্রচুর মহিলা ভোটার
কলকাতা টাইমসঃ
পাকিস্তানে সাধারণ নির্বাচনে আজ বুধবার সকাল থেকে ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রে মহিলাদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই প্রথম পাকিস্তানের কোনো নির্বাচনে অংশ নিলেন এতো মহিলা ভোটার। নিরাপত্তা বজায় রাখতে ব্যাপক সংখ্যক সেনা নিয়োগ করেছে পাকিস্তান সেনাবাহিনী।
প্রচার শুরুর পর থেকে এখনো পর্যন্ত পাকিস্তানে এই নির্বাচনকে ঘিরে নিহতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ অভিযোগ করেছে, সেনাবাহিনী তাদের প্রতিদ্বন্দ্বী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নানান ভাবে সাহায্য করছে। পাকিস্তানের ৭১ বছরের ইতিহাসে মোট চারবার সেনাবাহিনী ক্ষমতায় এসেছে। কোনো অসামরিক সরকারই সঙ্কট এড়িয়ে ঠিকঠাকভাবে নিজেদের মেয়াদ পূর্ণ করতে পারেনি।