পাকিস্তানে এই প্রথম কোনো মহিলাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হলো
কলকাতা টাইমসঃ
সাইয়েদা তাহিরা সাফদার নামে এক মহিলাকে পাকিস্তানের বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই তিনি প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথও নিয়েছেন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো মহিলাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হলো। বেলুচিস্তানের রাজ্যপাল মুহাম্মাদ খান আচাকজাই রাজধানী কোয়েটার রাজ্যপাল ভবনে বিচারপতি তাহিরার শপথবাক্য পাঠ করান।
বিচারপতি সাফদার তাহিরা বেলুচিস্তান হাইকোর্টের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে কাজ করবেন। তিনি প্রাক্তন প্রধান বিচারপতি মুহাম্মাদ নূর মুসকানজাইয়ের স্থলাভিষিক্ত হবেন। এর আগে সাফদার তাাহিরাই ছিলেন বেলুচিস্তান প্রদেশের প্রথম সিভিল জজ এবং পরবর্তীতে তিনি বেলুচিস্তান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন।