এই বিশ্বকাপে ঝড় উঠতে পারে এই উইকেটকিপারদের ব্যাটে
কলকাতা টাইমসঃ
আগামী কাল থেকে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। নিজেদের মতন করে তৈরী সব দল। ক্রিকেট প্রেমীরাও রয়েছেন উত্তেজনার তুঙ্গে। আজ দেখে নেবো কিছু উইকেটকিপার ব্যাটসম্যানকে, যারা একাই ঘুরিয়ে দিতে পারে যে কোনো ম্যাচের মোড়।
জোস বাটলার (ইংল্যান্ড): ইংল্যান্ডের আগ্রাসী এই ব্যাটসম্যান দুরন্ত ফিনিশার। ২২৫১ রান, ৫০-এর চেয়ে বেশি গড় রয়েছে তাঁর। ঈর্ষণীয় স্ট্রাইক রেট ১২৫।
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা): ধারাবাহিক ভাবে ভালো খেলে আসছেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার। শেষ তিন বছরে করেছেন ২৯৭১ রান, গড় ৫০। স্ট্রাইক রেট ১০০.৮৫।
মহেন্দ্র সিং ধোনি (ভারত): ভারত শেষ বিশ্বকাপ জিতেছে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের হাত ধরেই। গত বিশ্বকাপের পর থেকে ২০০০-এর বেশি রান করেছেন। স্ট্রাইক রেট ৮১ কাছাকাছি। শেষ চার বছরে ৩৫টি স্টাম্পিংয়ের রেকর্ড রয়েছে তাঁর দখলে।
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ): ২৫ বছরের তরুণকে ‘হোপ’ বলেই ডাকা হয়। ২০১৭ সালের পর থেকে ২০৬০ রান করেছেন, গড় ৫০-এর কাছাকাছি।
টম লাথাম (নিউজিল্যান্ড): বিশ্বকাপে নজর কাড়তে পারেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ২৭ বছরের এই খেলোয়াড়ের দখলে রয়েছে ১৮৯৩ রান, স্ট্রাইক রেট ৮৬। স্পিন সামলাতে বেশ দক্ষ।