January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular সফর

করোনা ক্লান্তি ভুলিয়ে নতুন জীবন দেবে এই অপরূপ প্রকৃতিক শহর

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রম ব্যস্ততা, শহরের কোলাহল থেকে দূরে থাকতে কয়েকদিনের ছুটিতে এমন কোনও জায়গায় যেতে ইচ্ছা করে যেখানে মন শান্তিতে ভরে থাকবে৷ খানিক বিলাসিতা, প্রকৃতি, শহুরে খাওয়া-দাওয়া এবং রাতের নিস্তব্ধতা।

এমন অদ্ভুত মেলবন্ধনের খোঁজই জারি রাখেন ভ্রমণবিলাসি কিন্তু কেজো মানুষরা। যদিও এমন স্থান খুঁজে পাওয়া বেশ কঠিন৷ কিন্তু কেজো, কর্পোরেট মানুষের তো ছুটি মানে খানিক এমনটাই। প্রকৃতিও যেখানে থাকবে শহরের মতো অর্গানাইজড।

এমনই একটি শহুরে প্রাকৃতিক জায়গার খোঁজে রয়েছেন? এমনই একটি অজানা ট্যুরিস্ট স্পটের সন্ধান মিলবে এই প্রতিবেদনে৷ চাকরাতা উত্তরাখণ্ডের এমনই এক ছোট্ট পাহাড়ে ঘেরা শহর, যার অপরূপ প্রকৃতি মুগ্ধ করবে আপনাকে৷

পাহাড়ের কোলে সুন্দর ছবির মতো বাড়ি, গাছপালার সমাবেশ, পাখিদের কোলাহল, সবটাই কিছু মুহূর্তের জন্য মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট৷ পাশাপাশি, বুধের কেভ, টাইগার জলপ্রপাতও ঘুরে দেখে আসতে পারেন কয়েকদিনের ছুটিতে৷ এবার ভেবে দেখুন, কয়েকদিনের ছুটি কাটাতে কবে যাবেন প্রকৃতির কোলে অবস্থিত এই শহরে?

Related Posts

Leave a Reply