জ্ঞানে-অজ্ঞানে যে পাপই করুন মুক্তি দেবে এই মালা
বাড়িতে তুলসি গাছ রাখলে যে দারুন সব উপকার মেলে সে বিষয়ে নিশ্চয় সবারই জানা আছে। কিন্তু একথা জানেন কি তুলসি মালা পরলে কী কী উপকার মিলতে পারে? তুলসি মালা পরলে কী কী উপকার মিলতে পারে?
১. খারাপ চিন্তা থেকে মুক্তি মেলে: মন এবং মস্তিষ্ক নিয়ে যারা গবেষণা করেন, তারা বলে থাকেন আমরা যে সব বিষয় নিয়ে সারা দিন চিন্তায় থাকি, তার অধিকাংশই বাস্তবে ঘটে না। কিন্তু তবু আমরা চিন্তায় চিন্তায় জীবনকে দুর্বিসহ করে তুলি। এমন দুশ্চিন্তার ফাঁদে যদি পরতে না চান, তাহলে তুলসি মালা পরতে দেরি করবেন না। এমনটা করলে দেখবেন মন তো শান্ত হবেই, সেই সঙ্গে খারাপ চিন্তাও দূরে পালাবে। ফলে জীবন সুন্দর হয়ে উঠতে দেখবেন সময় লাগবে না।
২. পাপের শাস্তির হাত থেকে মুক্তি মিলবে: শাস্ত্রে বলে এ জীবনে করা নানা খারাপ কাজের কারণে যাতে শাস্তি পেতে না হয়, তা সুনিশ্চিত করে তুলসির মালা। আসলে ১০৮ টি পুঁথি গেঁথে বানানো এই মালা পরলে সব পাপ ধুয়ে যায়। সেই সঙ্গে জীবন পবিত্রতার ছোঁয়া লাগে। ফলে পাপের আগুনে জ্বলতে তো হয়ই না, সেই সঙ্গে কোনও ধরনের খারাপ ঘঠনা ঘটার আশঙ্কাও যায় কমে।
৩. রোগ-ব্যাধির প্রকোপ কমে: এমনটা বিশ্বাস করা হয় যে তুলসি মালা পরলে শরীরের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে রোগ-ব্যাধির খপ্পর থেকে বেঁছে থাকা সম্ভব হয়। প্রসঙ্গত, যিনি তুলসি মালা পরেছেন, কেবল তিনিই যে এই সুফল ভোগ করেন, তা নয় কিন্তু, তার পরিবারের প্রতিটি সদস্যের স্বাস্থ্যের উন্নতি ঘটে। শুধু তাই নয়, পজেটিভ শক্তির প্রভাবে কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন, সবতেই সম্মান বৃদ্ধি পায় চোখে পরার মতো।
৫. খারাপ শক্তির থেকে বেঁচে থাকা সম্ভব হয়: অনেকে এমনটা বিশ্বাস করেন যে তুলসি মালা পরলে ভূত-প্রেত ধারে কাছেও ঘেঁষতে পারে না। সেই সঙ্গে খারাপ দৃষ্টির কারণে কোনও ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে। তবে এখানেই শেষ নয়, শাস্ত্র মতে এই মালার প্রভাবে পজেটিভ এনার্জির মাত্রা এতটা বৃদ্ধি পায় যে অশুভ শক্তি দূরে পালায়। ফলে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা যায় কমে।
৬. স্ট্রেস কমায়: তুলসি মালা পরলে শরীর এবং মস্তিষ্কের অন্দরে এমন কিছু পরিবর্তন হয় যে মানসিক অবসাদ এবং স্ট্রেস লেভেল কমতে সময় লাগে না। শুধু তাই নয়, ব্রেন পাওয়ারও এতটা বৃদ্ধি পায় য়ে স্মৃতিশক্তি এবং মনোযোগ ক্ষমতাও উন্নতি ঘটে। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্ট অনুসারে গত কয়েক বছরে আমাদের দেশের যুব সমাজের মধ্যে যে যে মারণ রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, তার অধিকাংশের সঙ্গেই স্ট্রেসের যোগ রয়েছে।
৭. ত্বকের রোগের প্রকোপ কমে: শুনতে অবাক লাগলেও এ কথা ঠিক যে নানাবিধ ত্বকের রোগের প্রকোপ কমাতে বাস্তবিকই তুলসি মালার কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে এই মালাটি পরলে এমন কিছু ঘটনা ঘটে যে, যে কোনও ধরনের ত্বকের রোগ সেরে যেতে সময় লাগে না। তাই যারা সোরিয়াসিস বা একজিমার মতো রোগে ভুগছেন, তারা একবার তুলসি মালা পরে দেখতেই পারেন। এমনটা করলে যে উপকার মিলবেই, সে বিষয়ে কিন্তু কোনও সন্দেহ নেই!